বইমেলায় রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির কড়া নিন্দায় কুণাল ঘোষ

0
4

কলকাতা বইমেলায় শনিবার যে রাজনীতিকেন্দ্রিক গোলমাল হয়েছে, তার কড়া প্রতিবাদ করেছেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। গোলমালের প্রত্যক্ষদর্শী কুণাল বলেছেন, কোনো অবস্থায় বইমেলায় কোনো রাজনৈতিক ইস্যুতে কর্মসূচি কাম্য নয়। গোটা পরিস্থিতির বিশ্লেষণ করে তাঁর আবেদন, শনিবার এসবের জন্য বইমেলার একটি অংশে স্বাভাবিকতা ব্যাহত হয়েছে। রবিবার মেলার শেষদিন যেন তা না হয়। কুণাল কী বলেছেন, দেখুন ভিডিও-