তৃতীয়বার দিল্লির মসনদে কি তিনি বসবেন। উত্তর জানতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে আজ, শনিবার বহু চর্চিত হাইভোল্টেজ দিল্লি বিধানসভা নির্বাচনে সকাল সকাল নিজের ভোট নিজে দিলেন মুখ্যমন্ত্রী তথা আপ শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল।
পরিবারের গুরুজনদের আশীর্বাদ নিয়ে ভোট দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে ছিল পরিবারের বাকি সদস্যরাও। দিল্লির ৬ ফ্লেগ স্টাফ রোডে কেজরিওয়ালের সরকারি আবাসন থেকেই পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিতে যান কেজরিওয়াল। রাজপুরা রোডে পরিবহন বিভাগ চলছে ভোট গ্রহণ পর্বে। সেখানেই একটি বুথে ভোট দেন তিনি।

এবারও নয়া দিল্লির বিধানসভা আসনে AAP প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন কেজরিওয়াল। ত্রিমুখী লড়াইয়ে এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীল যাদব এবং কংগ্রেসের রমেশ সবরওয়াল।
কেজরিওয়ালের পাশাপাশি এদিন সকাল সকাল ভোট দেন অলকা লম্বা, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, বলিউড অভিনেত্রী তাপসী পান্নুকেও।
আরও পড়ুন-পৃথিবীর DANGEROUS প্রজাতি































































































































