পরপর ৫ ম্যাচে হার। অবনমনের শঙ্কা। সুতোর উপর দাঁড়িয়ে ঘুরে দাঁড়াতে ক্লাব তাঁবুতে জরুরি বৈঠক করলেন নিতুদা ওরফে দেবব্রত সরকার। জরুরি তলব কোচ মারিও, সহকারী বাস্তব রায় আর ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোদার। সঙ্গে সচিব রজত গুহ আর ডিরেক্টর সৈকত গঙ্গোপাধ্যায়। টানা দু’ঘন্টা। কাল, রবিবার, সকালে সল্টলেকে অনুশীলন করার পর দুপুরে ক্লাব তাঁবুতে আসবেন ফুটবলাররা। ফের তখন ক্লাব কর্তাদের সঙ্গে ফুটবলার আর কোচিং স্টাফদের বৈঠক। অনুশীলন ফের ক্লাবের মাঠে ফেরানোর চেষ্টা হচ্ছে। ক্লাবের মাঠে হকি লিগ চলছে। সেই সমস্যা বিএইচএ কর্তাদের সঙ্গে বসে মিটিয়ে ফেলতে চায় ক্লাব।