কাকদ্বীপে বিজেপির অভিনন্দন যাত্রায় ব্যাপক সাড়া

0
10

শনিবার কাকদ্বীপে বিজেপির অভিনন্দন যাত্রায় জনস্রোত। যার পিছনে ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিকল্পনা ও উদ্যোগ। কাকদ্বীপের নতুন রাস্তার মোড় থেকে বাসন্তী ময়দান অবধি সিএএ-র সমর্থনে বিশাল মিছিল বের হয়। মিছিলে হাজার-হাজার বিজেপি কর্মী ও সমর্থকের সাথে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। মতুয়াদের এলাকার সম্পাদক সহদেব দাসের নেতৃত্বে তাঁরা এই মিছিলে পায়ে পায়ে হাঁটেন। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি, রাজ্যের সহ সভাপতি বাদশা আলম , রাজ্য নেতা অভিজিৎ দাস(ববি),জেলা সভাপতি দীপঙ্কর জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে বাসন্তী ময়দানে জনসভা হয়।
সভামঞ্চে সিপিএম ও তৃণমূল থেকে আগত কয়েকশ ব্যক্তি যোগ দেন। মিছিল উপলক্ষ্যে সাধারণ মানুষের উৎসাহ ছিল নজর কাড়ার মতো।

আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ভিতরে আটকে থাকার আশঙ্কা