চণ্ডীগড়ে ভয়ানক দুর্ঘটনা। ধর্মীয় যাত্রায় বাজি ফেটে মৃত্যু হল ১৫ জনের। কম করে ২২ জন আহত। এর মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যু বাড়বে।
ধর্মীয় অনুষ্ঠান ঘিরে বিশাল সংখ্যক মানুষ নগর কীর্তনে বের হয়েছিলেন। সকলেই ব্যস্ত ছিলেন। ছিল বাজি ভর্তি একটি গাড়ি। এক এক করে বাজি ফাটছিল। আগুনের হলকায় বাজির গাড়িতে আগুন লাগলে প্রবল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই ১৪-১৫ জন ছিন্নভিন্ন হয়। মৃতদের সকলের বয়স ১৮-১৯ বছর। সকলে পাঞ্জাবের পাহু গ্রামের বাসিন্দা।































































































































