‘আংটির মতো ভালো উপহার আর কিছু হয়না। তবে এই উপহারের ঘোষণা করেছে ডমিনোজ পিৎজার তরফ থেকে। পিৎজা প্রেমী হলে এই উপহার হাতছাড়া করবেন না। আপনিও জিতে নিতে পারেন ডমিনোজের প্রায় সাড়ে ছ’লাখ টাকার উপহার। যা আপনি সঙ্গীর আঙুলে পরিয়ে দিতে পারবেন।
ডমিনোজের তরফে ঘোষণা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-তে এক সৌভাগ্যবান পিৎজা প্রেমী এই উপহার জিতে নিতে পারেন। তার জন্য একটি ৩০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে। সেখানে জানাতে হবে, ‘কী ভাবে আপনি আপনার রোমান্টিক এনগেজমেন্টে ডমিনোজ পিৎজাকে অন্তর্ভুক্ত করতে চান’।
এই উপহারটি কথা ঘোষণা করেছে ডমিনোজের অস্ট্রেলিয়া শাখা। এটি একটি এনগেজমেন্ট রিং। দেখতে ঠিক এক টুকরো পিৎজার মতো। এই আংটির মধ্যে রয়েছে, ১৮ ক্যারাট সোনা এবং এক ক্যারাট হিরে। দাম ন’হাজার মার্কিন ডলার, ভারতীয় মু্দ্রায় প্রায় ছ’লাখ ৪০ হাজার টাকা।
ভিডিও আপলোড করার সুযোগ পাচ্ছেন আপনিও। তবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর সৌভাগ্যবানের নাম ঘোষণা করা হবে ডমিনোজ অস্ট্রেলিয়ার তরফ থেকে।






























































































































