কামারপুকুর কলেজ চত্বরেই কেন আক্রান্ত ২ পড়ুয়া?

0
3

আবারও উত্তপ্ত কামারপুকুর কলেজ। প্রথম এবং দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে কলেজ চত্বরে মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার কলেজে ফর্ম পূরণ করতে যান ওই দুই ছাত্র। তখনই তাঁদের শৌচালয়ে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, দ্বিতীয় বর্ষের সাদ্দাম মণ্ডল এবং প্রথম বর্ষের আমির আলি শেখ শুক্রবার কলেজে গেলে ছাত্র সংসদের সদস্যরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় আহত দুই ছাত্রকে। কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তিরত করা হয়েছে।

আক্রান্ত সাদ্দাম মণ্ডল বলেন, ‘‘আজ আমি কলেজে সেকেন্ড ইয়ার থার্ড সেমের পরীক্ষার ফর্ম ফিলাপ করতে এসেছিলাম, তখনই ছাত্র সংসদের ছেলেরা আমাকে বাথরুমে নিয়ে গিয়ে মারধর করে। উইকেট আর পাইপ দিয়ে পায়ে আর মাথায় মারে।’’ এ বিষয়ে ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক সমর ঘোষের পালটা অভিযোগ, ওই ছাত্ররা কলেজে গিয়ে ছাত্র সংগঠনের সঙ্গে ঝামেলা করে। কলেজে কাউকে মারধর করা হয়নি বলেও দাবি করেছেন জিএস। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন-রঙ ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন বন্ধে ৫ বছরের জেল এবং ৫০ লাখ টাকা জরিমানা !