কোণঠাসা প্রেসিডেন্সির ছাত্র আন্দোলন

0
4

কোণঠাসা প্রেসিডেন্সির আন্দোলন। বুধবার, অবস্থানের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য অনুরাধা লোহিয়া। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই আন্দোলনের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন একাংশের পড়ুয়া।

উপাচার্য অসুস্থ হওয়ার পরেই ছন্দপতন হয়েছে বলে মত আন্দোলনকারী এক পড়ুয়ার। বৃহস্পতিবার রাতে আন্দোলরত ছাত্র ইকবাল হাসানকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। যদিও অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা। এদিকে শুক্রবার ক্যাম্পাসে আসেননি রেজিস্ট্রার, ডিন, উপাচার্য।

গত পাঁচ দিন ধরে উপাচার্য-র ঘরের সামনে অবস্থানে বসেছে ছাত্ররা। তাঁদের দাবি, হিন্দু হস্টেলের কর্মীদের ফিরিয়ে আনতে হবে এবং ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা বলে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। যদিও তা নিয়ে কোনও সমাধানের ইঙ্গিত মেলেনি।

আরও পড়ুন-বিজয় উৎসবে মোদিকে স্বাগত জানাল কোকরাঝাড়