৮৮ শতাংশ ফি বৃদ্ধি! অবশেষে অভিভাবকদের সঙ্গে আলোচনার টেবিলে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ

0
4

চলতি শিক্ষাবর্ষে অস্বাভাবিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। যা নিয়ে সম্প্রতি, বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তাঁদের দাবি, অবিলম্বে বর্ধিত ফি বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছিলেন তাঁরা। কিছু কিছু ক্লাসে ফি বৃদ্ধি পেয়েছে ৮৮ শতাংশেরও। যা এক কথায় নজিরবিহীন।

সেইমতো আজ, শুক্রবার দুপুরে একডালিয়া মোড় থেকে জোটবদ্ধ হয়ে অভিভাবকরা স্কুলের সামনে যান। তাঁরা বেশ কিছুক্ষণ সেখানে বিক্ষোভ দেখান। অবশেষে স্কুল কর্তৃপক্ষ রাজি হয়, আলোচনার টেবিলে বসতে। এরপর অভিভাবকদের একটি প্রতিনিধি দল ভিতরে যায়। তবে আলোচনায় বসার আগে তাঁরা জানিয়ে যান, স্কুল কতৃপক্ষ ফি বৃদ্ধির সিধান্তে অনড় থেকে, তাঁরা কোনওভাবেই আপসের পথে হাঁটবেন না। এটা তাঁদের সিদ্ধান্ত।

আরও পড়ুন-বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা, মরশুমে শেষ বারের মতো ছক্কা হাঁকাবে শীত !