ফের সুদের হার কমালো এসবিআই

0
6

ফের সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় বাজেটের পর এই সুদ কমায় বিপাকে মধ্যবিত্ত। কারণ, অনেকেই ভবিষ্যতের জন্য ব্যাঙ্কে টাকা গচ্ছিত রাখেন। সুদ কমায় তাদের কপালে চিন্তার ভাঁজ।
এসবিআই সূত্রে জানানো হয়েছে, ফিক্সড ডিপোজিটে সুদ কমল ০.৫ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের আমানতের উপর সুদের হার হল ৫.৫ শতাংশ। ১ বছর থেকে ২বছরের ক্ষেত্রে সুদের হার হল ৬ শতাংশ।২ থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার হল ৬.৫ শতাংশ।সুদের হার কমানো হয়েছে গৃহঋণ ও গাড়ি ঋণেও।