রান্নাঘরের কল খুললেই ‘ককটেল’! স্বপ্ন না সত্যি?

0
3

বাড়িতে জলের কল খুলেই পড়বে সুরা। গ্লাসে ভরো আর খাও! এই স্বপ্ন বা সুপ্তবাসনা থাকে অনেক সুরারসিকের। আর সেটাই এখন বাস্তব ত্রিশূরের চালাকুডি শহরের সলোমন অ্যাভিনিউয়ের এক আবাসনে। সকালে উঠে রান্নাঘরের জলের কল খুলতেই বাদামী রঙের জল বেরতে দেখেন এক বাসিন্দা। মরচে পড়ে ট্যাঙ্কের জল নষ্ট হয়েছে বলে রীতিমতো রেগে ট্যাঙ্ক খুলতে যান তিনি। কিন্তু ট্যাঙ্ক খুললেই চক্ষু চড়কগাছ, ট্যাঙ্ক থেকে বেরচ্ছে মদের গন্ধ। কিন্তু ট্যাঙ্কে মদ ঢালল কে?
খোঁজ নিতে গিয়ে দেখা যায়, আবগারি দফতরের ‘ভুলের’ জন্যই এই অবস্থা। ওই এলাকার কাছের একটি পানশালায় অবৈধভাবে মজুত করার অভিযোগে ছ’হাজার লিটার মদ বাজেয়াপ্ত করেছিল আবগারি দফতর। পরে সেই মদ নষ্ট করার পানশালার জমিতেই মাটি খুঁড়ে ঢালা হয় সব মদ। কিন্তু আবগারি দফতরের জানা ছিল না, ওই জমির কাছের কুয়ো থেকেই জল যায় সলোমন অ্যাভিনিউয়ের ওই আবাসনে। ফলে, মাটিতে ফেলে দেওয়া মদ চুঁইয়ে কুয়োর জলের সঙ্গে মিশে যায়।
এখন আবাসনের কল খুললেই ‘ককটেল’। এই পরিস্থিতিতে আবাসনের কজন বাসিন্দারা বরফ, সোডা, নোনতার খোঁজ করছেন, আর কজন বিকল্প জলের ব্যবস্থা করছেন তা অবশ্য জানা যায়নি। তবে, বাসিন্দাদের জন্য বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে বলে চালাকুডি পুরসভা সূত্রে খবর।