২০ তারিখও ফাঁসি কার্যকর নয় নির্ভয়াকাণ্ডের ৪ দোষীর: দিল্লি আদালত

0
4

আইনি জটিলতায় প্রস্তাবিত ২০ ফেব্রুয়ারিও ফাঁসি কার্যকর যাচ্ছে না নির্ভয়া মামলায় দোষীদের। শুক্রবার, এই নির্দেশ দিল দিল্লি আদালত। ২০ তারিখ নির্ভয়াকাণ্ডের ৪ দোষী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত ও বিনয় শর্মার ফাঁসির সাজা কার্যকর করতে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ওয়ারেন্ট ইস্যুর আবেদন জানিয়েছিল তিহার জেল কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার, সেই আবেদন নাকচ করে দেন বিচারপতি।

কারণ, এখনও কিছু আইনি আবেদনের সুযোগ বাকি রয়েছে নির্ভয়া কাণ্ডের ৪ আসামীর। সেই কারণেই ২০ তারিখ ফাঁসি কার্যকর করা যাবে না।

এর আগে ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়, প্রাণদণ্ড থেকে বাঁচতে যে যে আবেদন দোষীরা করতে পারবে, তা কার্যকর করার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত একটি মামলার শুনানির কথা। একসঙ্গে না হলে একে একে চারজনকে ফাঁসি দেওয়ার আবেদন করে দিল্লি সরকার। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকার। সেই মামলা শুনানি মঙ্গলবার।

আরও পড়ুন-মহামারি ‘করোনা’ রুখতে ‘গণহত্যা’র আবেদন চিন সরকারের!