মা-বোনেরাই আমার ডান্ডা-প্রুফ: মোদি

0
1

অসমের কোকরাঝাড়ের জনসভাতেও রাহুল গান্ধীর লাঠিপেটা-মন্তব্য টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বোড়ো চুক্তির বিজয় সমাবেশে দাঁড়িয়ে মোদি বলেন, কেউ কেউ আমাকে লাঠি মারার কথা বলছে। কিন্তু তারা জানে না, জনসভায় উপস্থিত এই বিপুল সংখ্যক মা-বোনেরাই আমার রক্ষাকবচ, আমার ডান্ডাপ্রুফ। মানুষের ভালবাসাই আমার শক্তি। কোনও ডান্ডা আমার কিছুই করতে পারবে না।