করোনাভাইরাসের প্রভাবে ২ মাস পিছিয়ে গেল ইসিএলের ১৫০ কোটি টাকার প্রকল্প

0
5

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব এবার রানীগঞ্জ কয়লা অঞ্চলে।রীতিমতো বেসামাল কয়লা অঞ্চলের মাটির তলার একটি মহার্ঘ্য প্রকল্প। যা নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের প্রায় ১৫০ কোটি টাকার প্রযুক্তি বিন্যাসের প্রকল্পের কাজ থমকেই গেল।
সংস্থার শাকতোড়িয়ার সদর দফতর সূত্রে জানা গিয়েছে, “অন্তত দু’মাস পিছিয়ে গেল প্রকল্প রূপায়ণের কাজ ।”
ই.সি.এলের লাভজনক খোট্টাডিহি কয়লা খনির উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে খনিটির প্রযুক্তিগত মূল্যায়নের ওপর জোর দেয় কোল ইন্ডিয়া। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে খনিটিতে “কন্টিনিউয়াস মাইনার” নামে স্বয়ংক্রিয় যন্ত্র বসানোর জন্য চিনের একটি সংস্থার সাথে চুক্তি করে ই.সি.এল। চিনা সংস্থার সাথে চুক্তিপত্র স্বাক্ষর হয় রাজ্যেরই একটি বেসরকারি সংস্থার মারফত গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ তে । তার আগে “কোল মাইনার অ্যাসোসিয়েটেড ট্রেডার্স ” নামের দেশীয় সংস্থাটি সর্বনিম্ন দরে কন্টিনিউয়াস মাইনার যন্ত্র সরবরাহ অঙ্গীকার করে।
অনেক টানাপোড়েনের পর চলতি মাসে চিনের সংস্থাটি কন্টিনিউয়াস মাইনার যন্ত্রগুলি সমুদ্রপথে ভারতে পাঠানোর জন্য জাহাজে চাপায়। “আমাদের সমস্ত মেশিনই জাহাজে চেপে গেছে। কলকাতা বন্দরে পৌঁছেও যাবে কিছুদিনের ভেতর। কিন্তু সমস্যা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণের জেরে অন্তত দু’মাস খোট্টাডিহি প্রকল্পে যন্ত্র বসানোর কাজ শুরু করা যাবে না। কারণ, যন্ত্র বসানোর প্রশিক্ষণপ্রাপ্ত চিনা বিশেষজ্ঞরা এখন দেশে ছাড়ার অনুমতিই পাবেন না।