করোনার ধাক্কা গাড়ি শিল্পতেও

0
3
প্রতীকী ছবি

করোনাভাইরাসের আতঙ্কে এবার বন্ধ হল গাড়ির কারখানা। দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সব থেকে বড় গাড়ি কারখানায় উৎপাদন বন্ধ করল হুন্ডাই। উসলান কমপ্লেক্সে সংস্থার গাড়ি তৈরির পাঁচটি প্ল্যান্ট রয়েছে। সব মিলিয়ে বছরে তৈরি হয় ১৪ লাখ গাড়ি। চিনে করোনাভাইরাস আতঙ্কের জেরে আপাতত বন্ধ করা হল সেই কারখানা।

গাড়ি তৈরির যন্ত্রপাতির একটা বড় অংশই আসে চিন থেকে। করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছে সাপ্লাইলাইন। যন্ত্রপাতি তৈরির অনেক কারখানাই বন্ধ রয়েছে চিনে। তার প্রভাব পড়েছে সারা বিশ্বেই। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের আতঙ্ক না থাকলেও আমদানি বন্ধ থাকায় প্রভাব পড়েছে গাড়ি শিল্পে।
শুধু হুন্ডাই নয়, গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিয়ার উৎপাদনেও প্রভাব পড়েছে। কিয়া সংস্থার গাড়িতে লাগানোর যাবতীয় বৈদ্যুতিন সামগ্রী আসে চিন থেকে। তার আমদানিও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে কিয়ার গাড়ি উৎপাদনে প্রভাব পড়েছে। হুন্ডাইয়ের সহযোগী সংস্থা কিয়া বিশ্বের পঞ্চম গাড়ি উৎপাদনকারী সংস্থা। সব মিলিয়ে দক্ষিণ কোরিয়ায় গাড়ি উৎপাদন শিল্পে বড় প্রভাব ফেলেছে করোনাভাইরাস। প্রায় ২৫ হাজার কর্মীর নিয়মিত কাজ নেই। যার ফলে বেতনও পাচ্ছেন না তাঁরা। করোনার জেরে গাড়ি শিল্পেও বড় আর্থিক ক্ষতি হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, শুধু দক্ষিণ কোরিয়াতেই পাঁচ দিন গাড়ি উৎপাদন বন্ধ থাকা মানে কমপক্ষে ছ’হাজার বিলিয়ন ডলারের ক্ষতি।