রাত পোহালেই রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে। আর এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। ঠিক তার আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইলো রাজধানী। দিল্লির বিজওয়াসনের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শুক্রবার ভোররাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে।
দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। ছাই হয়ে গিয়েছে কয়েক লক্ষ টাকার সম্পত্তি। জানা গেছে, গুদামটির নিচের তলায় আগুন লেগেছে। সেখানে প্লাস্টিক-সহ অনেক দাহ্য পদার্থ মজুত করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি পরপর বেশ কয়েকটা বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লিতে। ফের নির্বাচনের ২৪ঘন্টা আগে ঘটলো অগ্নিকাণ্ড। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।






























































































































