১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট নয়!

0
1

১০ ফেব্রুয়ারি বাজেট পেশ হচ্ছে না! বাজেট পেশ ১৩ ফেব্রুয়ারি! রাজ্য আইন দফতর বিধানসভার সচিবালয়কে তেমনই জানিয়েছে। কারণ, কাল শুক্রবার রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। তারপর শনি-রবিবার বিধানসভার ছুটি। রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা হবে ১০-১১-১২ ফেব্রুয়ারি। ১৩ তারিখ বাজেট পেশ। এই সময়ে মুখ্যমন্ত্রীও জেলা সফরে থাকবেন। বাঁকুড়া সফর সেরে তিনি ১২ তারিখ ফিরবেন কলকাতা। সেক্ষেত্রে ১৩ ফেব্রুয়ারি বাজেট পেশের সময় তিনি থাকতেও পারবেন।