পিন্টু জানাকে চেনেন? না চিনলে চিনে নিন। করোনা ভাইরাসের প্রবল দাপট তার প্রেমের কাছে হার মানল। এই আতঙ্কের মাঝেও চিনা প্রেমিকাকে বিয়ে করলেন পূর্ব মেদিনীপুরে বসে।
পিন্টু জানা। বাড়ি কাঁথির পারুলিয়ায়। পারিবারিক ব্যবসার কারণেই ছোট মামার সূত্রে চিনে যান ব্যবসা করতে যান। দীর্ঘ সাত বছর ধরে ব্যবসা করেছেন, আবার তার ফাঁকে প্রেমে পড়েছেন গোয়াং প্রদেশের তরুণী এঞ্জেলের সঙ্গে। তারপর চারহাত এক করার প্রস্তুতি। বিয়ের তারিখ স্থির হয় ৪ফেব্রুয়ারি। আগেই চিন থেকে চলে আসেন পিন্টু আর এঞ্জেল। কথা ছিল পরে আসবেন এঞ্জেলের পরিবার। কিন্তু করোনা ভাইরাসের মহামারী সব ওলোট-পালোট করে দিয়েছে। আসার ছাড়পত্র নেই। তাই আসা সম্ভবই ছিল না এঞ্জেলার বাবা-মার। কিন্তু তারজন্য পিন্টুর বিয়ে আটকে থাকল না। শ্বশুর বাড়ির লোকজন না এলেও বিয়ে হল ৪ তারিখ সন্ধ্যায়। বেনারসিতে সেজে নতুন বউ এঞ্জেলা নমস্কার করেছে সকলকে। তবে বিয়ের লাইভ ভিডিও পৌঁছেছে এঞ্জেলার বাবা-মায়ের কাছে। আপাতত দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে। এঞ্জেলার বাবা-মা আতঙ্ক মিটিয়ে দ্রুত আসার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কিন্তু পিন্টু আপাতত মজে তার চৈনিক প্রেমিকার সঙ্গে ফুলশয্যার প্রস্তুতিতে। পিন্টুর আক্ষেপ, পুরো পরিবার একসঙ্গে না হলে আমার আনন্দ সম্পূর্ণ হবে না।