স্ত্রী হাসিন জাহানের করা বধূ নির্যাতনের মামলায় অস্বস্তি বাড়ল মহম্মদ শামির। নিম্ন আদালত তদন্তে স্থগিতাদেশ দেওয়ায় হাই কোর্ট রেকর্ড চেয়ে পাঠাল। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দু’সপ্তাহ পরে শুনানি হবে। শামির স্ত্রী ২০১৮ সালে যাদবপুর থানায় শ্লীলতাহানি ও বধূ নির্যাতনের মামলা করে। শামি আর তার ভাই আলিপুর আদালতে জামিনের আবেদন করেন। তাঁদের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ না দিয়ে তদন্তেই স্থগিতাদেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাসিন হাই কোর্টে যান।