শেষদিনের প্রচারে দিল্লি নিয়ে আত্মবিশ্বাসী অমিত শাহ। বললেন, বিজেপি এবারের বিধানসভা ভোটে প্রায় ৪৫ টি আসন পাবে। বিজেপিই দিল্লিতে সরকার গড়বে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভোটের প্রচারে দিল্লির সব জায়গায় আমি যে অভূতপূর্ব উন্মাদনা লক্ষ্য করেছি, তাতে আমি নিশ্চিত বিজেপিই ফের ক্ষমতায় আসছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জয়ের ব্যাপারে প্রকাশ্যে আত্মবিশ্বাস দেখালেও দলের অন্দরের হিসাব, গেরুয়া শিবির বড়জোর ২৫ টি আসন পেতে পারে রাজধানীতে।
আরও পড়ুন-রামমন্দির ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন আইনজীবী পরাশরণ






























































































































