দক্ষিণ-পূর্ব এশিয়ায় আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। ইতিমধ্যেই এ নিয়ে রাজ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্যদফতর। রাজ্য জুড়ে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বেলেঘাটা আইডি ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। বাড়ানো হয়েছে শয্যা সংখ্যাও। এছাড়াও, পৃথক নার্স এবং চিকিৎসকের বন্দোবস্ত করা হয়েছে। ইতিমধ্যেই চিনে কর্মরত বা পড়তে যাওয়া এরাজ্যের বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। তাঁদের পরীক্ষা করার জন্য দক্ষিণবঙ্গে আরও চারটি মেডিক্যাল কলেজে আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পয়লা ফেব্রুয়ারি এই বিষয়ে স্বাস্থ্য ভবনে বিশেষ বৈঠকও হয়েছে।

- যে ৪টি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হবে-
 
এসএসকেএম হাসপাতাল, কলকাতা
স্কুল অফ ট্রপিকাল মেডিসিন, কলকাতা
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কলকাতা
কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতাল, কামারহাটি
আরও পড়ুন-নেত্রীর নির্দেশে মানব বন্ধন কর্মসূচিতে পথে নামলেন পার্থ





























































































































