অভাবের সংসার। পেট চালাতে ছাড়তে হয়েছিল লেখাপড়া। শুরু হয় সংগ্রাম জীবন। রোজগারের তাগিদে একসময় ট্রাক চালাতে শুরু করেন। সেই সংগ্রামী কিশোরই আজ নিউজিল্যান্ডের ধনীতম ব্যক্তি। তাঁর সংস্থার শেয়ার দর বৃদ্ধি পায় গত সপ্তাহে। তাই ফের শিরোনামে উঠে এসেছেন সেদিনের কিশোর গ্রেম হার্ট।
তবে জনসমক্ষে আসতে নারাজ তিনি। ৬৪ বছরের এই শিল্পপতি কিশোর বয়সে লেখাপড়া ছেড়ে দিলেও পরে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগো থেকে এমবিএ পাশ করেন। ‘ইউলিসেস’ নামে ১১৬ মিটার লম্বা এক বিশাল ইয়ট আছে তাঁর। যার সামনের ডেকে হেলিকপ্টার ওঠানামা করতে পারে। এমনকী, তার ভিতর একটি ছোট ইয়টও ঢুকে যেতে পারে। ইউলিসেসের দাম প্রায় ১৪২৫ কোটি টাকা। মার্কিন নৌসেনার একটি বাতিল সাবমেরিনও রয়েছে গ্রেমের কাছে।
গত ৩০ বছর ধরে নানা ধরণের ব্যবসা করেছেন তিনি। তাঁর ‘ব়্যাঙ্ক গ্রুপ’ কোম্পানির হাতে রয়েছে ‘রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন’-এর সিংহভাগ শেয়ার। এই রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন আবর্জনার ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করে। রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশনের শেয়ার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়। এই শেয়ার বৃদ্ধির ফলে নিজিল্যান্ডের ধনীদের তালিকার ওপরের দিকে উঠে আসেন তিনি। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুযায়ী, গ্রেমের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৩৪৬ কোটি টাকা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.