ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। রাজ্যপালের বাজেট ভাষণ-খসড়ায় আপত্তি রাজভবনের। ৭ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হওয়ার কথা। সেই মতো, রীতি মেনে রাজ্যপালের বাজেট-বক্তৃতার খসড়া তৈরি করে দিয়েছে রাজ্য। কিন্তু রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বক্তৃতার খসড়া না-পসন্দ রাজভবনের। সেই কথা রীতিমেনে দ্রুত জানানো হবে সরকারকে। এই প্রেক্ষিতে মঙ্গলবার ফের রাজভবনে গিয়ে জগদীপ ধরকড়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।
এর আগে কেরালা বিধানসভার অভিবেশনে রাজ্যের তৈরি করে দেওয়া বাজেট-বক্তৃতা দিতে গিয়ে, কেরালার রাজ্যপাল বলেন, তিনি এই বক্তব্যের সঙ্গে সহমত নন। কিন্তু রাজ্যের তৈরি করা ভাষণই তিনি পাঠ করছেন। এক্ষেত্রেও তেমনই কোনও পরিস্থিতি হয়, না কি ধনকড়ের আপত্তি মতো রাজ্য তাঁর বাজেট বক্তৃতা বদলায় সেটাই দেখার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































