শাহরুখ-গৌরীর নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল

0
17

বলিউডের বাদশা অর্থাৎ শাহরুখ এবং গৌরীর নাচের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনরা মুগ্ধ সেই নাচ দেখে। কাপুর পরিবারের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা। সেখানেই এমন নাচ।

উপস্থিত ছিলেন বহু তারকারা। করিশ্মা থেকে করিনা কিংবা রণবীররা তো ছিলেনই। কারণ তাঁদের পিসতুতো ভাই আরমান জৈনের বিয়ে বলে কথা।, সেখানে হাজির হন শাহরুখ খান, গৌরী খান, অনিল কাপুর, অমিতাভ বচ্চনদের মতো তারকারা। বিয়ে আরমান জৈন এবং অনিশা মালহোত্রার।

আরমান-অনিশার বিয়ের রিসোপশনে হাজির হয়ে মাতিয়ে দিলেন শাহরুখ খান এবং গৌরী খান। শাহরুখ-গৌরীকে দেখা যায় করণ জোহরের সঙ্গেও নাচতে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…

আরও পড়ুন-উদ্বোধনের আগে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ঘুরে দেখলেন জিএম মনোজ জোসি