তিহার জেলকোড অনুযায়ী, একই অপরাধে দোষী সাব্যস্ত হয়ে একই শাস্তি পেলে রায় একসঙ্গে কার্যকর করতে হবে। এই নিয়মে নির্ভয়াকাণ্ডের চার দোষীকেও একই দিন একই সময়ে ফাঁসি দেওয়ার কথা। কিন্তু এই নিয়মের অপব্যবহার হচ্ছে জানিয়ে আদালতের কাছে আলাদা আলাদাভাবে ফাঁসি কার্যকরের আবেদন জানিয়েছে কেন্দ্র। বুধবার তারই রায় দেবে দিল্লি হাইকোর্ট। আদালত জানাবে শাস্তি একইসঙ্গে নাকি আলাদা আলাদা? কারণ চার দোষীর মধ্যে দুজনের সমস্ত আইনি সুযোগ নেওয়া হয়ে গিয়েছে। রাষ্ট্রপতিও ক্ষমার আর্জি খারিজ করেছেন। ফলে এদের ফাঁসি দিতে বাধা না থাকলেও বাকি দুজনের আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। গত শনিবার ফাঁসি হওয়ার কথা থাকলেও তিহার জেলকোডের গেরোয় তা হয়নি। নিম্ন আদালতও ফাঁসি অনির্দিষ্টকাল স্থগিত ঘোষণা করেছে। এই রায়কেই দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিল কেন্দ্র।