নেত্রীর নির্দেশে মানব বন্ধন কর্মসূচিতে পথে নামলেন পার্থ

0
7

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানব বন্ধন কর্মসূচিতে পথে নামলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজ্যব্যাপী NRC এবং কেন্দ্রের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় নিজের বিধানসভা ক্ষেত্র বেহালা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত মানব বন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষামন্ত্রী।

এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, “আমরা কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইনের বিরোধিতায় বহুদিন ধরে পথে নেমেছি। আন্দোলন করছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানব বন্ধনের মাধ্যমে আবারও মানুষের কাছে নাগরিকত্ব আইনের বিরোধিতার কর্মসূচি পালন করছি আমরা।”

আরও পড়ুন-মমতার নির্দেশে রাজ্যজুড়ে মানব বন্ধন কর্মসূচি তৃণমূলের