সোশ্যাল মিডিয়ায় মেগা-হিট, ‘বন্দুকবাজ’ মোদি

0
1

এই নিয়ে ১১ বার৷ পাবলিকের সামনে ১১বার, পিছনের হিসেব অজানা৷

প্রথমে অনেকের মনেই ধন্দ ছিলো, অত ওজনের এই অ্যাসল্ট রাইফেল কি তুলতে পারবেন উনি ?

ভুল ভাঙলো একটু পরই৷
রাইফেল ধরা দেখেই সবাই বুঝলেন, এটা প্রথমবার হতেই পারেনা৷

ঠিকই তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই প্রথমবার এই আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিলেন না। আগে না’কি আরও ১০ বার এ কাজ করেছেন, তবে তা নেহাতই শখের বশে৷ কৌতূহল আর শখেই রাইফেল হাতে নিয়ে দেখেছিলেন৷ আর এদিনের সেই ছবিই ঝড় তুললো নেট-দুনিয়ায়।

উত্তরপ্রদেশের লখনউতে চলছে ৫ দিনের প্রতিরক্ষা এক্সপো৷ সেখানেই এসেছিলেন নরেন্দ্র মোদি। এক্সপো-তে এসে তিনি হাতে তুলে নেন অসম্ভব ওজনের একটি অ্যাসল্ট রাইফেল। রীতিমতো তাক করে ধরেনও সেটি। মোদির পিছনে দাঁড়িয়ে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে তখন চওড়া হাসি।

এদিন মোদির ওই “রাইফেল চিত্র” আলাদা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ বলছেন, ৫৬ ইঞ্চি ছাতি যাঁর, তাঁর কাছে এ তো জলভাত।
আবার মজার সুরে কেউ লিখেছেন, ছোট বেলায় যে হাতে কুমির ধরতে পারে, বড় হয়ে একটা রাইফেল ধরবে, এতে আর আশ্চর্যের কী?
আবার কেউ লিখলেন, বিরোধীদের ঠাণ্ডা করতে তাহলে কি এবার মোদি নিজেই বন্দুকবাজ হবেন !