ক্যারাটে-তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট বাংলা রাজ্যপাল! দেখুন চমকে দেওয়া ভিডিও

0
4

এবারে অন্যরূপে ধরা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। না, কোনও বিতর্ক নয়। এবার ক্যারাটে ও তাইকোন্ডা মাস্টার হিসেবে ধরা দিলে রাজ্যপাল। আজ, বুধবার নিউটাউন-এ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ২০২০ ইন্দ্র কোরিয়ান তাইকোন্ডো কালচারাল ফেস্টিভ্যালে যোগ দিয়েছিলেন বাংলার রাজ্যপাল। ছিলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এবং রাজ্যের মন্ত্রী আব্দুর রাজ্জাক মোল্লা।

রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন দেখা গেল এক ভিন্নদৃশ। এই ক্যারাটে চ্যাম্পিয়ন অনুষ্ঠানে নিজেই। একইসঙ্গে ক্যারাটের পোশাক ব্ল্যাক বেল্ট পড়ে একটি টালি ভাঙলেন।