সিএবি প্রথম ডিভিশনের ‘সি’ গ্রুপের ম্যাচে মহমেডানের বিরুদ্ধে নেতাজি সুভাষ ইনস্টিটিউটের দীপাঞ্জন মুখার্জি ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন মঙ্গলবার। হাইকোর্ট মাঠে।ছয় বলে ছয় ছক্কা বললেই প্রথমেই মনে পড়বে যুবরাজ সিংয়ের নাম। এবার থেকে সেই তালিকায় উঠে গেল বাংলার এক ক্রিকেটারের নাম। ইনিংসের ৮৩তম ওভারে দীপাঞ্জন মহমেডান জোরে বোলার মহম্মদ নাসিমের বিরুদ্ধেই ৬টি ছয় মেরেছেন।
ম্যাচে দীপাঞ্জনের রান ১৯৮। তাঁর ব্যাটে ভর করেই নেতাজি সুভাষ ইনস্টিটিউট তুলেছে ৪২৯। ৬টি ছয় মারার পর স্বভাবতই খুশি দীপাঞ্জন। কিন্তু মন খারাপ মাত্র ২ রানের জন্য দ্বিশতরান হাতছাড়া করায়। দীপাঞ্জনের বক্তব্য, ‘ভাল লাগছে। আমি ৬টা ছয় মারব আগে থেকে কিছু ভাবিনি। পাঁচ নম্বর ছয়টা মারার পর আমার নন–স্ট্রাইকার জানায় যে, আমি ৫টা ছয় মেরে ফেলেছি। শেষ বলে চেষ্টা করলে হয়ে যেতেও পারে। তখন শেষ বলটা চালিয়ে দিয়েছিলাম।’
অনূর্ধ্ব ২৩–এর বাংলার প্রতিনিধিত্ব করেছেন। তারপর আর সিনিয়র দলের সুযোগ হয়নি। চাকরির প্রয়োজন ছিল বলে রেলের চাকরি নেন। তখন থেকেই নেতাজি সুভাষ ইনস্টিটিউটের হয়ে খেলছেন। ‘বাংলার হয়ে সুযোগ পাইনি। কিন্তু চাকরি দরকার ছিল। রেলের হয়ে এ বছর প্রাথমিক রনজি দলে সুযোগ পেয়েছিলাম’, জানিয়েছেন দীপাঞ্জন। ছয় ছক্কার রেকর্ডের অধিকারী যুবরাজকে ছুঁতে পেরে আপ্লুত দীপাঞ্জন ছয় ছক্কার রেকর্ড করা দীপাঞ্জন সুযোগ পেলে বাংলার হয়ে খেলতে চান। চলতি মরসুমে ধারাবাহিকতা বজায় রাখলে সুযোগ পাবেন বলে আশা করছেন সচিন ভক্ত এই ক্রিকেটার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.