বিদ্যুৎচালিত ইঞ্জিন তৈরিতে রেকর্ড গড়ল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। রেলমন্ত্রক সূত্রে খবর, ২০১৯-২০ অর্থবর্ষে ২৫০টি কাজের দিনে ৩৫০টি ইঞ্জিন তৈরির বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। যা নজিরবিহীন বলে জানিয়েছে রেলমন্ত্রক। ৩৫০টি ইঞ্জিন তৈরির বার্ষিক লক্ষ্যমাত্রা থাকলেও ২০১৭-১৮ সালে ২৯৯টি এবং ২০১৮-১৯ সালে ২৮১টি ইঞ্জিন তৈরি করতে পেরেছিল সংস্থা।
রেল মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গড়ে প্রতি সপ্তাহে ১০টি করে ইঞ্জিন উৎপাদন করায় রেকর্ড সময়ে ৩৫০ ইঞ্জিন তৈরি করা গিয়েছে। বিশ্বের বৃহত্তম ইঞ্জিন প্রস্তুত কারখানায় গত বছর অগাস্ট মাস থেকে প্রতি মাসে ৪০টি করে ইঞ্জিন তৈরি হয়েছে। রেল প্রদত্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম ১০০টি ইঞ্জিন তৈরি করা হয়েছে ৮৮ কর্মদিবসে। ২০০টি ইঞ্জিন ১৫৮ কর্মদিবসে এবং ৩০০ ইঞ্জিন ২১৬ কর্মদিবসে তৈরি করা হয়েছে। এবং শেষ পর্যন্ত ৩৫০ ইঞ্জিনের লক্ষ্যে পৌঁছতে সময়ে লেগেছে আরও ৩৪দিন। প্রতি কর্মদিবসে গড়ে প্রায় ১.৫টি ইঞ্জিন তৈরি হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































