ফোন কলের সূত্রেই গ্রেফতার দেশ বিরোধিতায় অভিযুক্ত দবিন্দর সিং

0
2

কাশ্মীরের হাইওয়েতে ধরা পড়া দবিন্দর সিং-এর গ্রেফতারি ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে।দেশের সীমান্ত উপত্যকায় হিজবুল জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।সেই প্রেক্ষাপটে গোয়েন্দাদের কাছে তুরুপের তাস হয়ে উঠছে একটি ফোন কল।
কারণ, এবিষয়ে সোপিয়ানের সুপারিন্টেন্ডেন্টকে কয়েকদিন আগেই সতর্ক করা হয়েছিল । আধিকারিকদের নির্দেশে দবিন্দরের ফোন কলে চলছিল আড়িপাতা।আর সেই সূত্র ধরেই দবিন্দরের সঙ্গে জঙ্গিদের কথোপথোন প্রথমবার নজরে আসে পুলিশের। কথোপকথনের বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই গ্রেফতার করা হয় দেশবিরোধিতায় অভিযুক্ত দবিন্দরকে।