ফের বিশ্বকাপের কোয়ালিফায়িং ম্যাচ পেতে পারে যুবভারতী ক্রীড়াঙ্গন। আগামী ৯জুন ভারত-আফগানিস্তানের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ। সেই ম্যাচ কলকাতায় করতে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে উদ্যোগ শুরু হয়েছে। আবেদন করা হয়েছে ফেডারেশনকে। এর আগে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে হয়েছিল গত সেপ্টেম্বরে। সেই ম্যাচের সময় স্টেডিয়াম, পরিকাঠামো, পরিবেশ নিয়ে বারবার প্রশংসার কথা শোনা গিয়েছে। আইএফএ-র আশা সেই সূত্র ধরেই ৯জুনের ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনা প্রবল।