রাজস্ব ঘাটতির মেটাতে বাংলাকে ৫০১৩ কোটি টাকা অনুদান

0
6

রাজস্ব ঘাটতির মেটাতে কেন্দ্রের অনুদান পাচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী ২০২০-২১ অর্থবর্ষে এই খাতে বাংলার সরকারকে ৫০১৩ কোটি টাকা দেওয়ার সুপারিশ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। এই সুপারিশ মেনেই অনুদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

এদিকে, এই অনুদানে রাজ্যের চাহিদা মিটবে কি না, সে প্রশ্ন উঠেছে। ১০ ফেব্রুয়ারি বিধানসভায় বাজেট, তাই রাজ্য এখনই এ বিষয়ে মন্তব্য করেনি৷
পঞ্চদশ অর্থ কমিশন তাদের সুপারিশে আগামী অর্থবর্ষে রাজ্যগুলিকে কেন্দ্রীয় করের ভাগ কী ভাবে বিলি করা হবে, সে কথাই বলেছে। সূত্রের খবর, ভাগের টাকা পাওয়ার পরেও পশ্চিমবঙ্গে রাজস্ব ঘাটতি থাকবে। ঘাটতির অর্থ, কর ও অন্যান্য খাতে রাজ্যের আয়ের থেকে বেতন-পেনশন, সুদে-আসলে ধার শোধ খাতে খরচ হবে বেশি।
কমিশনের হিসেব করে দেখেছে, আগামী বছরে বাংলার ঘাটতি দাঁড়াবে ৫০১৩ কোটি। পুরোটাই অনুদান দেওয়া হবে বলে কেন্দ্র ঠিক করেছে৷। বাম শাসিত কেরলও রাজস্ব ঘাটতি অনুদান পাচ্ছে।