দিল্লির জামিয়া মিলিয়া এবং শাহিনবাগে তিনবার গুলি চালানো হয়েছে। এবার দেশ ছাড়িয়ে বিদেশে ঘটল এরকম গুলির ঘটনা। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ২ মহিলার। গুরুতর জখম এক শিশু।
পুলিশ সূত্রে খবর, সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ বিশ্ববিদ্যালয়ের ডরমিটারির একটি ঘর থেকে মৃত অবস্থায় দুই মহিলাকে উদ্ধার করা হয়। সেখানে গুলিতে জখম হয় ২ বছরের শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডালাসের কাছেই বিশ্ববিদ্যালয়ের কমার্স কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস সাসপেন্ড করা হয়েছে। এখনও পর্যন্ত আততায়ীকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে ডরমেটারি থেকে বাকি সকলকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।




























































































































