দেশে এনআরসি লাগু করার পরিকল্পনা ছাড়েনি কেন্দ্র। রীতিমতো চিঠি দিয়ে জানালেন তৃণমূল সাংসদ মালা রায়। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, কোথায়, কোথায় ডিটেনশন ক্যাম্প করছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশে এনআরসি চালু হবে কি না তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয় চিঠিতে। এই চিঠিতে মালা রায় ছাড়াও নাম রয়েছে অরবিন্দ গণপত সাবন্ত, কুড়িকুন্নিল সুরেশ, উত্তম কুমার রেড্ডি নালামাডা। চিঠিটি মূলত স্বরাষ্ট্রমন্ত্রককে লেখা। এই চিঠির প্রেক্ষিতেই এরপর সংসদে বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয় দেশে এনআরসি চালু করার কোনো পরিকল্পনা নেই।































































































































