বাড়বে রাতের তাপমাত্রা, তবে নামবে বৃষ্টি! বলছে হাওয়া অফিস

0
5

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ফের বৃষ্টিপাত হবে। সেটা বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে পশ্চিম মেদিনীপুর-সহ কিছু জেলায় আজ, মঙ্গলবার রাতেই বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল, বুধবার পশ্চিমাঞ্চলের অন্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

একইসঙ্গে আগামীকাল, বুধবার থেকেই রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। দিনের তাপমাত্রা একই থাকলেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।