দশম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক

0
8

এক কিশোরীকে খুন করার পর আত্মহত্যা করল যুবক। ঘটনা দুর্গাপুরের ২৪ নম্বর গণতন্ত্র কলোনি এলাকার। মৃতার নাম মিতা কুন্ডু (১৬)। দশম শ্রেণীর ছাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীকে খুন পরার পর অভিযুক্ত যুবকও আত্মঘাতী হয়েছে। যদিও তার নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। জখম অবস্থায় প্রথমে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়িতে ওই কিশোরী এবং যুবক একাই ছিলেন। পরিবারের লোকজনরা কেউই ছিল না। তবে কী কারণে এই খুন এবং আত্মহত্যা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণেই এমন মর্মান্তিক ঘটনা।