করোনা মোকাবিলায় বিশেষ ব্যবস্থা বিমানবন্দরে

0
4

করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। এরই মধ্যে ভারতের বিমানবন্দরগুলিতে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্র। হংকং, সিঙ্গাপুর এবং চিন থেকে আসা বিমানের যাত্রীদের পৃথক রাস্তা দিয়ে বিমানবন্দরের বাইরে বার করার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যারো ব্রিজের মাধ্যমে বাইরে নিয়ে যাওয়া হবে। কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ ২৩টি বিমানবন্দরে অ্যারো ব্রিজের ব্যবস্থা করা হয়েছে।