দেশজোড়া চাপের মুখে পিছু হঠল কেন্দ্র সরকার। নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে সারা দেশে দলমত নির্বিশেষে মানুষের প্রতিবাদ-বিক্ষোভের ধাক্কায় নিজের সংসদে বলা কথাই এখন গিলে ফেলতে বাধ্য হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে জনসভায় প্রধানমন্ত্রী মোদির প্রতিশ্রুতির পর মঙ্গলবার সংসদে সরকার জানিয়ে দিল, দেশজোড়া এনআরসি করার কোনও পরিকল্পনাই নেই। কোনও সিদ্ধান্তও হয়নি।

এদিনও লোকসভায় সিএএ ও এনআরসি ইস্যুতে বিক্ষোভ চলে। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এক লিখিত প্রশ্নের উত্তরে জানান, সারা দেশজুড়ে এনআরসি চালু করার কোনও পরিকল্পনাই নেই কেন্দ্র সরকারের। এই বিষয়ে কোনও সিদ্ধান্তও নেয়নি কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বলেই শুধুমাত্র অসমে এনআরসি হয়েছে।
মোদি সরকারের আশা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের এই স্পষ্ট বিবৃতির পর নাগরিকত্ব ইস্যুতে প্রতিবাদ স্তিমিত হবে। সরকারের বক্তব্য, সংসদে দাঁড়িয়ে এনআরসির পরিকল্পনা নেই বলার পর বিক্ষোভ অর্থহীন। আর সিএএ-র বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন।





























































































































