ফের শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্ক। সোমবার তিনি মিলি আল আমিন কলেজে প্রবেশ করতে গেলে সমস্যা তৈরি হয়। জানানো হয়, বৈশাখী পদত্যাগ করেছেন। পাল্টা বৈশাখী জানান, তাঁর পদত্যাগ উচ্চশিক্ষা দফতরে গৃহীত হয়নি। কলজের গভর্নিং বডি বৈঠক করে জানায় তাঁর পদত্যাগ গভর্নিং বডিতে গৃহীত হয়েছে। পাল্টা বৈশাখী উচ্চশিক্ষা দফতরে ফোন করেন। দুই কর্তা কলেজে এসে সমস্যা মেটানোর চেষ্টা করেন। অন্যদিকে গভর্নিং বডির সাফ কথা, প্রয়োজনে তাঁরা আদালতে যাবেন। সমস্যা মেটাতে বৈশাখী গত সপ্তাহতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কলজের শিক্ষকরা ক্রমশ কেন বৈশাখী-বিরোধী হয়ে উঠলেন, সেটাই বিস্ময়ের। সমস্যা মেটাতে শিক্ষামন্ত্রীকে ফের হস্তক্ষেপ করতে হয় কিনা সেটাই দেখার।






























































































































