কলকাতা নগর-দায়রা আদালতে তুলকালাম। এজলাসে চিৎকার করে বিচারককে কটূক্তি করলো সন্দেহভাজন আইএস জঙ্গি মুসা। বিচারকের দিকে লক্ষ্য করে জুতোও ছোঁড়ে সে।
এবং চিৎকার করে বলতে থাকে, “আমার বিচার করার অধিকার আপনার নেই”। আর বিচারককে লক্ষ্যে করে সন্দেহভাজন এই জঙ্গির ছোঁড়া জুতোর ঘায়ে জখম হয়েছেন কোর্ট রুমে দাঁড়িয়ে থাকা এক আইনজীবীর।
এই ঘটনার পরই আদালত চত্বরে চাঞ্চল্য ছড়ায়। দ্রুততার সঙ্গে আদালতের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।





























































































































