চোটের জন্য নিউজিল্যান্ড সফর শেষ রোহিতের, বিকল্প কে হতে পারেন?

0
4

টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরমেন্স। কিন্তু এরই মাঝে খারাপ খবর টিম ইন্ডিয়ার সমর্থকদের জন্য। কাফ মাসলে চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে ও টেস্ট সিরিজের দল থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক রোহিত শর্মা।

গতকাল, রবিবার কিউইদের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান তিনি। পরে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাঁকে। বিসিসিআই সূত্রে খবর, চোট গুরুতর হওয়ায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ওপেনারকে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল টিম ম্যানেজমেন্ট-এর কাছে। কারণ, নিউজিল্যান্ডে ওয়ান-ডে ও টেস্ট সিরিজ কিন্তু সহজ হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে রোহিতের চোট পাওয়াটা ভারতীয় দলের জন্য ক্ষতি। এই পরিস্থিতিতে রোহিতের বদলি হিসেবে উঠে আসছে মায়ঙ্ক আগরওয়াল ও শুভমন গিলের নাম।

আরও পড়ুন-হাসপাতালের বেড থেকে বেপাত্তা ২ করোনা আক্রান্ত