সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে ফের বিপর্যস্ত শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল। এদিন দুপুর বারোটা নাগাদ কলকাতা কর্পোরেশনের একটি আবর্জনা ফেলার গাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় বাঘাযতীন রেলগেটে সজোরে ধাক্কা মারে। গেট গিয়ে ওভার হেডের তারে আটকে যায়। কর্পোরেশনের গাড়িটিও আটকে পড়ে লেভেল ক্রসিং-এর উপরে। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে পুরোপুরি বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এই ঘটনায় নিত্যযাত্রী এবং অফিস যাত্রীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হয়।
আপাতত কর্পোরেশনের গাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে রেল লাইনের উপর থেকে। একইসঙ্গে সারাই চলছে রেলগেটের। ওভার হেডের তারে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।





























































































































