দেশের যুব সমাজের হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দেশে বেকারত্বের প্রসঙ্গ টেনে সোমবার ট্যুইট করেন তিনি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার চাকরি দিতে ব্যর্থ। কেন এই অবস্থা তার উত্তর দিতে হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে।
ট্যুইটে তিনি উল্লেখ করেছেন, ‘‘অর্থমন্ত্রী আমার প্রশ্নে ভয় পাবেন না। দেশের যুব সমাজের হয়ে আমি আপনাকে প্রশ্ন করছি। যাঁদের উত্তর দিতে আপনি বাধ্য। দেশের যুবকদের কর্মসংস্থান দরকার। কিন্তু দেশের সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে।’’ রাহুলের এই ট্যুইটের কোনও জবাব অবশ্য এখনও দেননি বিজেপি নেতৃত্ব।
वित्त मंत्री जी,
मेरे सवालों से मत डरिए । मैं ये सवाल देश के युवाओं की ओर से पूछ रहा हूं, जिन्हें जवाब देना आपकी ज़िम्मेदारी है।
देश के युवाओं को रोज़गार की ज़रूरत है और आपकी सरकार उन्हें रोज़गार देने में बुरी तरह नाकाम साबित हुई है ।#JawabDoMantriJi pic.twitter.com/qe4ikhPV0j
— Rahul Gandhi (@RahulGandhi) February 3, 2020