দিল্লি ভোটে জিততে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তোপ দাগলেন আপ আর কংগ্রেসকে। বললেন, সিলামপুর, শাহিনবাগ থেকে জামিয়া, সব ঘটনার পিছনে এই দুই দল। এদের চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। এরা সংবিধানের জন্য বলছে লড়াই করছে। অথচ আইন হয়ে যাওয়া বিষয় নিয়ে ওরা রাস্তায় নেমেছে। এটা কী ধরণের আন্দোলন? কিসের নৈতিকতা? আন্দোলনের নামে হিংসা ছড়াচ্ছে। দিল্লির কেজরিওয়াল সরকার সব জনকল্যাণমূলক কাজে বাধা দিচ্ছে। তাই একে সরিয়ে দিন। দিল্লির ভাগ্য বদলে দেবে বিজেপি। কাজের সুবিধা হবে আমার।
বাজেটে আমজনতার জন্য কী কী করেছেন তার দীর্ঘ খতিয়ান দিয়েছেন প্রধানমন্ত্রী। ৩৭০ থেকে এক ব্যক্তি এক পেনশন, তিন তালাক, কাশ্মীর সব কিছুর মধ্যেই দেশের সাফল্য দেখছেন তিনি। বললেন,
১. দিল্লিকে নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক করব।
২. দিল্লির আবাস যোজনা করতে দিচ্ছে না।
৩. ২০২২ সালের মধ্যে সকলকে পাকা বাড়ি।
৪. জল, আলো, সব ঘরে ঘরে
৫. পড়ুয়াদের জন্য আরও সুবিধা
আরও পড়ুন-চোটের জন্য নিউজিল্যান্ড সফর শেষ রোহিতের, বিকল্প কে হতে পারেন?































































































































