ফের কেরালা, করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীর খোঁজ মিলল

0
5

সকলেই চিনের উহান ফেরত এবং সকলেই কেরালার বাসিন্দা। এই নিয়ে ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন। উহান মেডিক্যাল কলেজের এক ছাত্র ও এক ছাত্রীর রক্তে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাদের চিকিৎসা চলছে আলাপুঝা ও ত্রিশূরের হাসপাতালে। সোমবার ফের আরেকজন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে কেরালায়। এই রোগীও উহান ফেরত। তবে এই রোগীর পরিচয় এখনও প্রকাশ করেনি কেরালা সরকার।

আরও পড়ুন-সিএএ-এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করুন কেজরিওয়াল: কংগ্রেস