হাতির পেটে ‘পরিচয় পত্র’! ভয়ে ঘুম উড়েছে নাগরিকের

0
8

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। যখন নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক সেই সময় ঘটল একটি অঘটন। ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিমুলগুড়ুই গ্রামের। সেখানকার বাসিন্দা ফিরা ওঁরাও। হঠাৎই শনিবার রাতে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। হানা দেয় ওই এলাকায়। ৬২ বছরের ফিরা ওঁরাওয়ের বাড়িতে হানা দেয় হাতিটি। অ্যাসবেস্টসের চাল ও দেওয়াল ভেঙে তছনছ করে গোটা ঘর। চালের ড্রামে ১৫ কিলো চাল মজুত করেছিলেন ফিরা। সেই ড্রামের মধ্যেই রেখেছিলেন নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাশবই। চালের ড্রাম খুঁজে নিয়ে সমস্ত চাল সাবাড় করে হাতিটি। সঙ্গে গোটা পরিবারের আধার কার্ড, ভোটার কার্ড ও পাশবইও।

এই খবর পেয়েই ওই অঞ্চলের বিধায়ক খগেশ্বর রায় এসে উপস্থিত হন ফিরার ঘরে। বিধায়ক জানিয়েছেন, অদ্ভুত সমস্যায় পড়েছে ফিরার পরিবার। তাড়াতাড়ি যাতে এর থেকে ওঁরা বের হতে পারেন তারজন্য সমস্তরকম চেষ্টা করব।

আরও পড়ুন-দেশে ফিরেও এখনও ঘরে ফেরা হয়নি আরিফের