সাতসকালে দুর্ঘটনায় মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার, অভিযোগের তির হকার্সদের দিকে

0
3

সোমবার সাতসকালে গ্যাস ট্যাঙ্কারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কালনায়। ধাত্রীগ্রাম বাজারের এসটিকেকে রোডে ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ যায় ওই মহিলার। এই ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাস্তার ধারে ফুটপাত দখল করে দিনের পর দিন বাজার বসছে। গোটা এলাকা হকার্সদের দখলে। সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেই পারে না। বাধ্য হয়ে মেইন রাস্তা দিয়ে চলতে হচ্ছে। আর তার জেরেই নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বিক্ষোভের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।