নবীন-প্রবীণের মেলবন্ধন? দুপক্ষের চেষ্টা থাকলেও, অনেক সময়ই ঠিক ব্যাটে-বলে হয় না। কিন্তু প্রণবেশ ও তাঁর বন্ধু জয়ন্তর সঙ্গে দিব্যি ভাব হয়ে গিয়েছিল অসম বয়সী কাজল, লাবণ্য, সিঞ্চনের। আচমকা ছন্দপতন। রোগশয্যায় প্রণবেশ। এবার কী হবে? বৃদ্ধদের পাশে দাঁড়াবে তরুণ প্রজন্ম? এই নিয়েই বারাকপুর ব্রাত্যজনের তৃতীয় প্রযোজনা ‘দ্বিধা’। হাসনাত আবদুল হাই-এর ছোটগল্প অবলম্বনে এই নাটকটির নির্দেশক সুদীপ সিংহ। নাটকটির মূল উপদেষ্টা রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু। প্রযোজনার সামগ্রিক পরিকল্পনার দায়িত্বে থাকা প্রান্তিক চৌধুরীর মতে, এটা আড্ডা-থিয়েটার। ব্রাত্য বসুর পরিকল্পনায় তৈরি আড্ডা-থিয়েটার, বাংলায় তারাই প্রথম নিয়ে আসছে বলে দাবি বারাকপুর ব্রাত্যজনের। ১৪ ফেব্রুয়ারি সন্ধে ৭টায় নাটকটি মঞ্চস্থ হবে জানুস সেন্টার ফর ভিসুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টসে।

শুধু জেন নেক্সটের সঙ্গে দুই অবসরপ্রাপ্ত মানুষের বোঝাপড়াই নয়, আড্ডা থিয়েটারের আঙ্গিকও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী বারাকপুর ব্রাত্যজন।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাজেটে LIC শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়ল শহরের বুকে































































































































