দেশের প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর সঙ্গে একই বিমানে যাত্রা করা বাংলার চার বাসিন্দাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে।
জানা গিয়েছে, কেরলের বাসিন্দা দেশের প্রথম করোনাভাইরাস আক্রান্তের সঙ্গে এক বিমানে যাত্রা করেছিলেন ওই চারজন বাংলার বাসিন্দা। তাঁদের মধ্যে একজনকে বাড়িতেই ‘অবজার্ভেশন’-এ রাখা হয়েছিল। বাকিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। অবশেষে জেলা প্রশাসনের সহায়তায় ওই তিন জনের খোঁজ মিলেছে। সকলেরই চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-ফের কেরালা, করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় রোগীর খোঁজ মিলল































































































































